ঘূর্ণিঝড়, আখাউড়া, ব্রাক্ষণবাড়িয়া। ছবি ঋণ: কাজী আজহার উদ্দিন, বিশ্বজিত পাল বাবু, সমীর চক্রবর্তী।
*এরপর...একে-একে আসা শুরু করেন রাজনীতিবিদেরা। ইনি একজন সাবেক সংসদ সদস্য। চলছে জোর ত্রাণ-তৎপরতা:
...ঘুরে দাঁড়ায় মানুষ, ঘুরে দাঁড়ায় প্রকৃতি:
এরশাদ-খালেদা জিয়ার সময় যেভাবে লেখা গেছে, ক্যারিকেচার, কার্টুন আঁকা গেছে আওয়ামী শাসনামলে সেটা ছিল স্রেফ একটা স্বপ্ন বা দুঃস্বপ্ন! একদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (!) শহিদুল আলমকে নগ্ন পায়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল সেটা আবার অনেক পরে জানা গেল। কোর্টে আবার 'মাই লর্ড' বিচারক পুলিশকে জিজ্ঞেস করছেন, পুলিশ আসামীর (শহিদুল আলমের) ফোনের পাসওয়ার্ড নিয়েছে কিনা, সেদিনই লেখালেখির কফিনে পেরেক ঠোকা হয়ে গেল...!
No comments:
Post a Comment