Search

Friday, March 29, 2013

প্রকৃতি: একটি চাবুকের নাম!




ঘূর্ণিঝড়, আখাউড়া, ব্রাক্ষণবাড়িয়া। ছবি ঋণ: কাজী আজহার উদ্দিন, বিশ্বজিত পাল বাবু, সমীর চক্রবর্তী।
এই ভিডিওটি অনেক হাত ঘুরে আমার কাছে এসেছে। কে এটা তুলেছেন এর কোনো সুরাহা করতে পারিনি! মানুষটার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।

*এরপর...একে-একে আসা শুরু করেন রাজনীতিবিদেরা। ইনি একজন সাবেক সংসদ সদস্য। চলছে জোর ত্রাণ-তৎপরতা:
...ঘুরে দাঁড়ায় মানুষ, ঘুরে দাঁড়ায় প্রকৃতি:

 

No comments: