৫ জুন, ২০১৩। পত্রিকার খবর,
"...সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত প্রবাসী ব্যবসায়ী ইশরাক আহমেদ এবং মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হককে খুঁজে বের করতে ইন্টারপোলের সহায়তা কামনা করা হয়েছে।...যদিও এ পর্যন্ত ওই দুজনের অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা সম্ভব হয়নি"
অনেকের হয়তো মনে আছে, ২০১২, জানুয়ারি মাসের ২০ তারিখের পত্র-পত্রিকায় ছেয়ে গিয়েছিল। কাঁপছিল পত্রিকা ছাপাবার যন্ত্র, কাঁপছিল দেশ। কী, ঘটনা কী?! সরকার উৎখাতের চেষ্টা ব্যর্থ। কী সর্বনাশ-কী সর্বনাশ! গণতান্ত্রিক একটা সরকার উৎখাত করার অপচেষ্টা!
"...আমরা আর এ ধরনের কাজের দায়ভাগ নিতে চাই না"।
"... If the accused is in custody, then the investigation must be started within 48 hours from the time of his arrest excluding public holidays..." (Army Act, Section 74)
"...A person who has been kept in such custody must be brought before the trial within 8 days (if not in active service). If, for reasonable grounds it was not possible then on the expiry of the 8th day it should be reported to superior authority. And such report should be sent on exceeds 32 days the alleged accused should be released from arrest without prejudice to re-arrest. (Army Act, Section 75)
... ... ...
"আওয়ামী সরকারের শাসনামলে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (সদর দপ্তর ডিজিএফআই) অভ্যন্তরে পরিচালিত গুম ঘরের কোড নাম ছিলো, 'আয়নাঘর'।১৩ আগষ্ট ২০২২ নেত্র নিউজে প্রকাশিত 'আয়নাঘরের বন্দী, ডিজিএফআইয়ের গোপন বন্দীশালা' প্রতিবেদন প্রকাশের পর সংস্থাটিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। আয়নাঘরের বন্দীদের আভ্যন্তরীনভাবে স্থানান্তর করা হয়। যার সব কিছুই বিশ্বস্ত সূত্রদের মাধ্যমে আমাদের নজরদারির মধ্যে ছিলো।আয়নাঘর কেবল একটি বন্দীশালার কোড নাম। এছাড়াও অন্যান্য সংস্থারও নিজস্ব বন্দীশালা ছিলো, যেমন RAB এর বিশেষ একটি কেন্দ্র ছিলো TFI, এনএসআইয়ের ঢাকা শহর জুড়েই ছিলো কিছু সেইফ হাউজ। গোয়েন্দা সংস্থা এবং আইনপ্রয়োগের নিয়ম না-থাকা সত্বেও এনটিএমসির নিজস্ব বন্দীশালা এবং ইন্টারোগেশন সেল ছিলো।বাংলাদেশ সেনাবাহিনীর AIC ছিলো, যা সম্ভবত এখনো আছে। এছাড়াও আরো একটি স্থাপনা ছিলো সেনাসদরের পুরাতন অফিসার্স মেস। যেখানে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে সামরিক বাহিনীতে কর্মরত/অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোন রকমের গুরুতর অভিযোগ পাওয়া গেলে আটকে রাখা হতো। এ সকল গুরুতর অভিযোগের বেশিরভাগই হতো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।এমনি একজন ভিকটিম ছিলেন বিএ ৫০৯৩ মেজর এ কে এম জাকির হোসেইন (অবঃ), যাকে 'সেনাবাহিনীতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন' এই অভিযোগে ৩১ ডিসেম্বর ২০১১ নিজ বাসস্থান থেকে তৎকালীন মেজর মোস্তাফিজের নেতৃত্বে গুম করা হয়। ১১ দিন গুম করে নির্যাতনের পর ১০ জানুয়ারি ২০১২ কোন বিচার ছাড়াই দেশের প্রচলিত আইনের পরোয়া না-করে সেনাসদরের পুরাতন অফিসার্স মেসের একটি কক্ষে একপ্রকারের সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়।১০ জানুয়ারি ২০১২ - ২৩ এপ্রিল ২০১৪, দুই বছরের অধিক সময় মেজর জাকিরকে সম্পূর্ণ অন্যায়ভাবে সেনাসদরের পুরাতন অফিসার্স মেসের ওই কক্ষটিতে আটক রাখা হয়। পরবর্তীতে সামরিক আদালতে তার বিচার করে ২ বছরের সিভিল জেল দিয়ে হাই সিকিউরিটি জেলে প্রেরণ করা হয়। যেখান থেকে বহু কাঠখড় পুড়িয়ে ২০১৫ সালের মার্চে মুক্তি মেলে মেজর জাকিরের।সেনাসদরের পুরাতন অফিসার্স মেসের কক্ষে সলিটারি কনফাইনমেন্টে বন্দী থাকা অবস্থায় কক্ষের দেয়ালে লিখে মেজর জাকির তাঁর সময় পার করতেন। কিছুদিন আগে তিনি তার সেসব দেয়াল লিখনের এবং ওই সেলের ছবি (যা তাকে সিভিল জেলে পাঠানোর সময় কারো সহায়তায় তুলতে সক্ষম হন) আমাকে পাঠান। যার বিস্তারিত প্রকাশ করা হলো।মেজর জাকির (অবঃ) বর্তমান যুক্তরাজ্যে বসবাস করছেন।"
...
ইশরাক আহমেদকে আওয়ামী লীগ জঙ্গি বানিয়ে দিয়েছিল। অথচ এই মানুষটা মুক্তিযুদ্ধের সময় দাপিয়ে বেড়িয়েছেন। দাবড়ে বেড়িয়েছেন পাক-আর্মিকে। ১৯৭১ সালে যুদ্ধের ময়দানে (আখাউড়া) তাঁর একটা ছোট্ট ভিডিও ফুটেজ:
শেখ হাসিনা সময় পেলেই চিবিয়ে-চিবিয়ে বলতেন, 'এই দেশ আমার বাবার, আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন...'। তার দৃষ্টিতে যেহেতু আর কারও অবদান নাই তাই তিনি সম্ভবত আর কারও অবদান স্বীকার করতে চাইতেন না।
মেজর জাকিরকে যে হাসিনা গং অবলীলায় জঙ্গি ট্যাগ দিয়ে দিল অথচ তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান [১]। তার বাবা এমন একজন মুক্তিযোদ্ধা যিনি আমৃত্যু নিজে একজন মুক্তিযোদ্ধা এটা কখনই দাবী করেননি! রাষ্ট্রের কাছ থেকে কোন প্রকার সুবিধা নেওয়ার কথা কল্পনাতেও আনেননি! তাঁর পরিবারের জন্য কোন প্রকার সুবিধা নেওয়া দূরের কথা এমনকী তাঁর পরিবারকে জানাবার প্রয়োজনও বোধ করেননি!
সূত্র:
১. একজন মুক্তিযোদ্ধা...: https://www.ali-mahmed.com/2017/12/blog-post_16.html
No comments:
Post a Comment