এই ছোট্ট ভিডিও ক্লিপে আমরা একটা ইতরকে দেখলাম। ইতর এই উপস্থাপকের নাম জয়-ফয় কিছু একটা। পূর্বে বিভিন্ন লোকজনকে নিয়ে ইতরামি করেছে আমরা অনেকটা হালকা চালে বলার চেষ্টা করেছি, 'ফাজিল একটা'।
কিন্তু এখানে এসে সে সব সীমা ছাড়িয়ে যায় কারণ সে একটা বাচ্চার সঙ্গে যেটা করেছে সেটা স্রেফ শাস্তিযোগ্য অপরাধ। এবং এই সব ইতরদের ইতরামি করার জন্য যে ইতরদের কারখানা সেটা হচ্ছে 'চ্যানেল আই' টাইপের ইলেকট্রনিক মিডিয়া।
No comments:
Post a Comment