Search

Wednesday, March 26, 2025

পতাকা ছিনতাই!

কপালের ফের! যাপিত জীবন পেছনে ফেলে মাস ছয়েক হলো ইট পাথর-কংক্রিটের বস্তিতে, যার চালু নাম 'ঢাকা শহর'! তাও নিজের বাড়ি ফেলে এখন ভাড়া বাড়িতে!

ঢাকা, এ বড় বিচিত্র এক নগর! এর বিচিত্রতা নিয়ে অন্য কোন এক দিন আলাপ করা যাবে!

আজ ২৬ শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। স্বাধীনতা কেমন এ নিয়ে তাবড়-তাবড় মানুষদের বড়-বড় আলাপ আছে। আমার আলাপ খুব ছোট। স্বাধীনতা কি এটা আপনাকে জানতে হবে একজন প্যালেস্টাইন নাগরিকের কাছ থেকে। নিদেনপক্ষে আমার কাছ থেকে যে নিজের বাড়ি এবং ভাড়া বাড়ির মধ্যে তফাতটা কেমন! 

আজ ছাদ থেকে চারদিকের চারটা ছবি তুললাম।




কোথাও একটা পতাকা নেই! কী ভয়ংকর এক ছিনতাই! কী নির্মম রসিকতা! আমাদের স্বাধীনতা দিবসে পতাকায় পতাকায় সমস্ত শহর-গ্রাম ছেয়ে যাবে না এ কী করে হয়! এই আবেগটাই তো আমরা দেখে-দেখে বড় হয়েছি কিন্তু আজ এই পড়ন্ত বেলায় এসে এ কী দেখছি! এ যেন অনেকটা এমন, আমাদের শরীর থেকে চকচকে চামড়াটা সরিয়ে নিলে  কুৎসিত সব যেমন উম্মুক্ত হয়ে পড়ে ঠিক তেমনই!

এর জন্য বর্তমান সরকারকে আমি অনেকখানি দায়ী করি। অনেকে বলবেন, সরকার তো পতাকা উড়াতে নিষেধ করেননি! তা করেনি কিন্তু...

সরকার আমাদেরকে কোনটা সহি আর কোনটা জাল এটা একটা ঘোরের মধ্যে রাখছে। অনেকে বুঝতেই পারছে না জয় বাংলা বললে গর্দান যাবে নাকি 'জিয়া বাংলা' বললে ফুলের তোড়া!

এখন আসলে 'দা থেকে আছাড়' বড় হয়ে যাচ্ছে! অনেকে ৭১ আর ২৪ গুলিয়ে ফেলছেন! ডিম আগে না মুরগি এই নিয়ে তর্ক করা চলে কিন্তু বাপ আগে না সন্তান এই নিয়ে কুতর্ক অহেতুক!

মসজিদের মত কবে থেকে শহীদ মিনারে তালা মেরে রাখা শুরু হল?

প্রায় দেড় যুগ আওয়ামিলীগ শাসন (অপ) করেছে। এই সুদীর্ঘ সময়ে হেন অপকর্ম- অনাচার-অত্যাচার নাই যেটা করেনি!

শেখ হাসিনা এবং তার দল মুক্তিযুদ্ধের চেতনা যতবার বিক্রি করেছে এত টেসলাও সম্ভবত বিক্রি হয়নি!

আর এই টাইপের 'চুতিয়া বুদ্ধিজীবী' মানুষগুলো আমাদের জয় বাংলাকে একেবারে 'জয় বাংলা' করে দিয়েছে, টুট... টুট!

কিন্তু তাই বলে কী আ, লীগ মুক্তিযুদ্ধ, জয় বাংলা, স্বাধীনতা, পতাকা বলল বলে আমরা সব ত্যাগ করব! পতাকাও...? আচ্ছা, এখন আমরা কী আলীগের সময়ে  যত গাছ জন্মেছে সব কী আমরা কেটে ফেলব?

আমাদের মুক্তিযুদ্ধ ছোট একটা ফ্রেমে আটকাবার বিষয় না, বিশাল এক ক্যানভাসের কাজ! একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো গানের পাখি সাদি মহাম্মদ  [] ১৯৭১ সালে হারিয়েছেন ২৫ জন স্বজন! আপনি ভাবতে পারেন তাঁর চোখের সামনে জবাই করেছে তাঁর প্রিয়জনকে!

মশিহুর রহমানকে [] পাকিস্তানি আর্মি একেক করে কেটে ফেলেছিল হাত, পা কিন্তু তিনি নতি স্বীকার করেননি!

সুরুজ মিয়া [] যে মানুষটা জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন তিনি পেটের ক্ষিধায় নিজেকে মেরে ফেলেছিলেন। ৮ ঘন্টা তাঁর লাশ ঝুলছিল, নামাতে দেওয়া হয়নি!

উক্য চিং [], এই মানুষটাকে নিয়ে আস্ত একটা মুভি  বানানো চলে! আমাদের নারীদেরকে চরম অমর্যাদা করার কারণে ৭জন পাক-আর্মির পুরুষাংগ কেটে রাস্তায় ফেলে রেখেছিলেন!

ভাগিরথী, প্রিনছা খেঁ [৫, ৬]: যে নারীদের শরীরটা ছিল ভয়ংকর এক অস্ত্র!

দুলা মিয়া []: যার যুদ্ধ সিনামাকেও হার মানায়। 

নৌ-কমান্ডো ফজলুল হক [৯]: যিনি বুকে লিমপেড মাইন বেধে উড়িয়ে দিয়েছেন বড়-বড় পাকিস্তানি জাহাজ!

এম, এ জব্বার [১২]: ভাবা যায়, এই মানুষটা পাকিস্তান থেকে আস্ত একটা ট্যাংক নিয়ে চলে এসেছিলেন!

ফাদার মারিনো রিগান [১৩]: ১৯৭১ সালে ভিন্ন ধর্মের এই মানুষটার কারণে শত-শত মানুষের প্রাণ রক্ষা হয়েছিল!

হাজারি লাল তরফদার [১৫]: আমরা কয়জন  জানি আমাদের মুক্তিযুদ্ধে একজন শুয়োর চড়ানো বীর প্রতীক আছেন? কেবল খেতাবের জন্য না, এই মানুষটার ভয়ে কুঁকড়ে থাকত পাক-আর্মি!

সহায়ক সূত্র:

১. সাদী মহাম্মদ: http://www.ali-mahmed.com/2013/07/1971.html
২. মশিহুর রহমান: http://www.ali-mahmed.com/2009/10/blog-post_06.html
৩. সুরুয মিয়া: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_28.html
৪. উক্য চিং: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_8752.html
৫. ভাগিরথী: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_6057.html
৬. প্রিনছা খেঁ: http://www.ali-mahmed.com/2009/01/blog-post_27.html
৭. রীনা: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_7644.html
৮. দুলা মিয়া: http://www.ali-mahmed.com/2009/04/blog-post_08.html
৯. মুক্তিযুদ্ধে, একজন ঠেলাওয়ালা: http://www.ali-mahmed.com/2009/04/blog-post_18.html 
১০. মুক্তিযুদ্ধে  সুইপার: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_8807.html
১১. নাইব উদ্দিন আহমেদ: http://www.ali-mahmed.com/2007/06/blog-post_2292.html
১২.  একজন ট্যাংকমানব: https://www.ali-mahmed.com/2010/03/blog-post_03.html  
১৩. ফাদার মারিনো রিগন: http://www.ali-mahmed.com/2009/01/blog-post_7597.html
১৫. শুয়োর চড়ানো একজন...:  https://www.ali-mahmed.com/2013/07/blog-post_1.html?m=1
১৪. লালু: http://www.ali-mahmed.com/2009/01/blog-post.html 

No comments: