স্বর্গ এবং নরকের দেয়াল প্রায়ই নানা কারণে ভেঙ্গে যায় (ভেতরের খবর হচ্ছে ভেঙ্গে ফেলা হয়)। স্বর্গবাসীরা বিরক্ত, নরকবাসীরা হুটহাট করে ঢুকে পড়ে। নরকের কীটদের গায়ে কী বদবু- ছি!
স্বর্গ এবং নরকবাসীদের জরুরী সভা বসল।
নরকের সভাপতি আমাদের জঙ্গল বা বুশ ভাই! সভায় সিদ্ধান্ত হলো, দু-দলই পর্যায়ক্রমে ভাঙ্গা দেয়াল ঠিক করবে।
স্বর্গবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে যথাসম্ভব দ্রুত ভাঙ্গা দেয়াল ঠিক করে ফেলল। যথারীতি আবারও দেয়াল ভেঙ্গে গেল! এইবার নরকবাসীদের পালা কিন্তু নরকবাসীরা গড়িমসি শুরু করল। দেয়াল ভাঙ্গা থাকলেই তো মজা। হুট করে স্বর্গে ঢুকে নাচাগানা করা যায়, কী মজা!
আবার সভা ডাকা হলো। এইবার নরকবাসীদের পাত্তা নাই, একজনও সভায় আসেনি। যা হওয়ার তাই হলো, গডের কাছে বিচার গেল। নরকবাসীরা এইবার চোখে অন্ধকার দেখল, গডের কাছে যাবে কে? দলের নেতা তো আবার ইংরাজী জানেন না, গড আবার ইংরাজী ছাড়া বুঝেন না! মহা সমুস্যা(!)।
রব উঠলো, হায় ইংরাজী ভাই- হায় ইংরাজী ভাই! শেষ পর্যন্ত একজন বুদ্ধি দিল, বাংলা কোন সাইট থেকে কোন ইংরাজি ভাইকে ধরে আনো (বাংলা সাইটে যিনি ইংরাজিতে পোস্ট দেন), রিমেমবার, জীবিত না, মৃত!