এরশাদ-খালেদা জিয়ার সময় যেভাবে লেখা গেছে, ক্যারিকেচার, কার্টুন আঁকা গেছে আওয়ামী শাসনামলে সেটা ছিল স্রেফ একটা স্বপ্ন বা দুঃস্বপ্ন! একদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (!) শহিদুল আলমকে নগ্ন পায়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল সেটা আবার অনেক পরে জানা গেল। কোর্টে আবার 'মাই লর্ড' বিচারক পুলিশকে জিজ্ঞেস করছেন, পুলিশ আসামীর (শহিদুল আলমের) ফোনের পাসওয়ার্ড নিয়েছে কিনা, সেদিনই লেখালেখির কফিনে পেরেক ঠোকা হয়ে গেল...!
Thursday, February 14, 2008
ভালবাসা দিবসে:
তবুও এই কুতুয়া গ্রহটাকে ভালবাসি...।
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
কুতুয়া গ্রহ মানে কি?
পোকা ভাই, ভালো আছেন তো?
কুতুয়া শব্দটা কুকুরের অপভ্রংশ।
অসুন্দরের রুপকার্থে শব্দটা দিয়েছি। এমনিতে আদরের গালি, কুতুয়া রে...। তো, এই গ্রহটাকেও গালি দিলাম আর কী- অপত্য স্নেহে! তবুও এই কুৎসিত গ্রহটাকে ভালবাসি, হুদাহুদি- কেন? এর উত্তর আমার কাছে নাই।
তিথি ভাইয়া,
সম্ভবত ব্যাখ্যা করিতে গিয়া করিলাম পন্ড! আসলে লিখে ফেলাটা বড় সহজ- লেখার অর্থ বোঝাতে গিয়ে আমার ব্রেনে শর্ট-সার্কিট হয়ে যায়। হা হা হা।
Post a Comment