"...সাদার উপর সোনালি রঙের কাজ করা শাড়ি পরে হাস্যোজ্জ্বল সংসদ নেতা শেখ হাসিনা...অধিবেশন কক্ষে প্রবেশ করেন।"
"...এ সময় খয়েরি রঙের জর্জেট শাড়ি পরে বেগম খালেদা জিয়া...অধিবেশনে যোগ দেন।" (প্রথম আলো/ ২৬.০১.০৯)
ভাগ্যিস, পত্রিকাটা জানিয়েছে কী পরে এরা সংসদে যোগ দিয়েছেন নইলে ভ্রম হত, এরা বুঝি লুঙ্গি ফতুয়া পরে চলে এসেছেন।
শাড়ি পরে এসেছেন এটা জানা গেল, কী রঙের শাড়ি এটাও জানা গেল এবং শাড়িটা জর্জেট নাকি সুতি এটাও আমরা ভোদাই পাঠক অবগত হলুম।
দেখুন দিকি কান্ড, এই আমিই কিনা অহেতুক ক-দিন আগে এই পত্রিকার কান্ডজ্ঞান নিয়ে কটাক্ষ করেছিলাম চুতিয়া মিডিয়া এবং কেজি দরে প্রাণ। অন্যায়, ঘোর অন্যায়!
"বঙ্গোপসাগরে ৩০০ বাংলাদেশি নিখোঁজ, উদ্ধার ১০২..."(প্রথম আলো, ৩০.১২.০৮)।
এই খবরটা কেন প্রথম পাতায় জায়গা পেল না, শেষ পাতায় হেলাফেলা ভঙ্গিতে ছাপা হয়েছিল, এই নিয়ে পত্রিকাটিকে প্রশ্নবিদ্ধ করা কী আমার সমীচীন হয়েছিল? আরে বাপু, আমরা নির্বোধ পাঠককে শাড়ির খবর বিস্তারিত জানাতে গিয়েই না পত্রিকার এহেন অবস্থা, প্রথম পাতায় জায়গাটাই-বা কই!
No comments:
Post a Comment