প্রবলমানবকে বেঁধে রাখা হয়েছে আষ্টেপৃষ্ঠে শেকলে,
ক্রমশ গলিত শব পোকার খাবারের অপেক্ষায় ।
অপরাধ জটিল, স্বপ্নগুলো কেন আকাশ ছাড়াবে
তার, কেন বাপু বৃত্তের বাইরে পা ফেলা ?
(বাবা-মার আনন্দের ফসল, নিরানন্দ অফসল আমি। আমাকে ক্ষমতা দিলে জন্মটাকে আটকে দিতাম। )
৩১ জানুয়ারি, ২০০৯
-----------------------------------
মোসতাকিম রাহী,
এ অন্যায়, ভারী অন্যায়! অন্ধকারে আপনার মায়াভরা চোখ, দেখতে দিতে এমন অনীহা- লেখাটার বিষয়ে একবারও বলেননি! গুগলের কল্যাণে আজ আপনার লেখাটা পড়লাম।
২৮.০২.০৯
এরশাদ-খালেদা জিয়ার সময় যেভাবে লেখা গেছে, ক্যারিকেচার, কার্টুন আঁকা গেছে আওয়ামী শাসনামলে সেটা ছিল স্রেফ একটা স্বপ্ন বা দুঃস্বপ্ন! একদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (!) শহিদুল আলমকে নগ্ন পায়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল সেটা আবার অনেক পরে জানা গেল। কোর্টে আবার 'মাই লর্ড' বিচারক পুলিশকে জিজ্ঞেস করছেন, পুলিশ আসামীর (শহিদুল আলমের) ফোনের পাসওয়ার্ড নিয়েছে কিনা, সেদিনই লেখালেখির কফিনে পেরেক ঠোকা হয়ে গেল...!
Sunday, February 1, 2009
কেক-মোমবাতি-ফুল-গলিত শব, মাখামাখি-একাকার!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
শুভ ভাই, গতকাল ফোন করেছিলাম। অনেকক্ষণ রিঙ হলো, আপনি ধরলেন না! জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম; তাছাড়া অনেকদিন কথা হয় নি! কেমন আছেন আপনি?
"অনেকক্ষণ রিঙ হলো"
সরি, ফোনটা সাথে ছিল না।
হায় রাহী, আপনাদের মত অল্প কিছু মানুষের জন্য কখনও কখনও নিজেকে বাতিল পুতুল মনে হয় না!
Post a Comment