ব্রিটিশ আমলের এই রেলের বাংলো টাইপের কোয়ার্টারগুলো দেখে এখনও মনটা অন্য রকম হয়। (নানার রেলে চাকুরিরসূত্রে এমন একটা রেল-বাড়ির সঙ্গে আমার অনেকখানি স্মৃতি মাখামাখি হয়ে ছিল। ওটা কী এখনো আছে নাকি ভেঙ্গে ফেলা হয়েছে জানি না। কী রোবটই না হয়েছি, কাজে-অকাজে বেলা বয়ে যায় অথচ খোঁজ নেয়া আর হয়ে উঠে না!)
ব্রিটিশ আমলের এই স্থাপত্যগুলো অবহেলায় বিনষ্ট হচ্ছে, প্রায় বসবাস অযোগ্য। এখন শুনতে পাই, এইসব স্থাপনাগুলো ভেঙ্গে নাকি হাল-ফ্যাশনের কোয়ার্টার করা হবে।
হে আমার দরিদ্র দেশ, তোমার কাছে আমার দাবীটা খুব সামান্য। অন্তত এমন একটা স্থাপনা কী অক্ষত রেখে দেয়া যায়? অন্তত পরবর্তী প্রজন্মকে যেন আমরা বলতে পারি, ব্যাটারে, বুঝলি, এইটা না...বুঝলি...শীতের দিনে ইংরেজ সাহেবরা আগুন জ্বালাত। এইটা না ফায়ার-প্লেস; ওটা না চিমনি, ওইটা দিয়ে ধোঁয়া বের হত, ...গলগল করে বুঝলি রে, ব্যাটা...।
ছবিস্বত্ব: সংরক্ষিত
No comments:
Post a Comment