টিভিতে একটা বিজ্ঞাপন দেখাত, নিয়ম করে দেখাত। মূল চরিত্রে অপি করিম, তার বিয়ে হয়েছে। বিদায়ের ক্ষণ উপস্থিত।
হঠাৎ অপি করিম হাস্কি ভয়েসে চিৎকার করে উঠেন, 'না-না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না'।
প্রথমেই যে কারও মনে হবে, অপি করিমের এই হাস্কি চিৎকার, তার বাবা-মার জন্য! নিমিষেই অপি ঝড়ের গতিতে ছুটে যাবেন, লাইক আ পিলার!
এর পরই আমার দেখা পৃথিবীর কুৎসিত একটা দৃশ্য, অপি বিশেষ একটা ব্রান্ডের টিভির গায়ে পরম মমতায় তার গোদা গোদা হাত বুলিয়ে হাসের ডিমের মতো চোখে জল এনে বলবেন, 'না-না-না, আমি ... টিভি ছাড়া থাকতে পারব না'।
কোন গর্দভের মাথা থেকে এই আইডিয়া বেরিয়েছিল আমি জানি না। নিশ্চয়ই এদের শিক্ষায় খুব বড়ো ধরণের ঘাপলা আছে, একেকজন টলমান রোবট। আই বেট, পণ্য বিক্রি করার জন্য এরা মাকেও বিক্রি করে দেবে! এই দেশের জন্য এখন সবচেয়ে বেশি দরদ বহুজাতিক কোম্পানিগুলোর, সেল কোম্পানিগুলো আরেক কাঠি এগিয়ে।
সম্প্রতি এমনই এক 'ফাজিলিয়া' বিজ্ঞাপন করলেন জয়া আহসান। আবার ফাজিল-ফাজিল টাইপের মন্তব্যও করেছেন, 'আসলে আমরা এমন নতুন ধরনের বিজ্ঞাপনের সংগে অভ্যস্ত নই...'।
অপেক্ষায় আছি, মৃত মডেল তিন্নি এসে হাজির হয়ে বলবেন, আরে, আমি তো অভিলিংক সেলফোনে এট্টু অভিনয় করছিলাম। গাধা পাবলিকরা এমন 'নটুন'...।
একজন ভদ্রমহিলা সম্বন্ধে কটু কথা বলতে ইচ্ছা করছে না। তবে মডেল শাহেদের জন্য যে কথাটা বলেছি তা আপনার জন্যও প্রযোজ্য, ডিয়ার জয়া। ভাল পেমেন্ট পেলে...।
2 comments:
Joy'ar biggaponta dekechilam- faltu idea
:D
Post a Comment