Search

Monday, April 20, 2009

ডিজিটাল: 'মোস্ট ওয়ান্টেড'

ডিজিটাল জিনিসটা, শব্দটা ভাল করে বুঝে না উঠতেই এখন ডিজিটাল 'মোস্ট ওয়ান্টেড'-এর বাটে পড়েছি! কপাল আর কী!

প্রথম আলোর তথ্যমতে, "নারায়নগঞ্জ পুলিশের ওয়েবসাইটে 'মোস্ট ওয়ান্টেড' আসামির তালিকায় ছবিসহ শামীম ওসমানের নাম আছে। র‌্যাব ১১-এর নারায়নগঞ্জ ক্যাম্প কার্যালয়ে 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় শামীম ওসমানের নাম সবার আগে!"

শামীম ওসমানের ১১ বছর সাজা হয়ে আছে, ৭ বছর পলাতক থাকার পর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই তিনি দেশে সশরীরে হাজির হন। কেবল হাজিরই হননি পুলিশের নাকের ডগায় বললে ভুল হবে নাকের ভেতর (রাইফেল ক্লাবে) প্রকাশ্যে দাবড়ে বেড়াচ্ছেন, বকতিমার(!) নামে অনল উগড়ে দিচ্ছেন। আসলে ডিজিটাল এই ভদ্রলোক(!) শরীর টাইপের একটা ফিগার মাত্র।

আপনারা যারা কম্পিউটার গেইম-টেইম খেলেন তারা বিষয়টা আমার চেয়ে ভাল বুঝতে পারবেন। এই যে, নিড ফ' স্পিডে ২০০ থেকে ৩০০ মাইল গতিতে দ্রুতগামী গাড়িগুলো ঝড়ের বেগে হাঁকান, ১০/২০ বার এক্সিডেন্ট করার পরও বহাল তবিয়তে থাকেন। হয় না এমনটা? আকসার হয়। এটা আমার স্বকপোলকল্পিত না। বাস্তবে কিন্তু একবার মরলে আপনি আর বাঁচবেন না। বিশ্বাস হচ্ছে না বুঝি? আচ্ছা বেশ, অ-ডিজিটাল দুনিয়ায়(বাস্তবে) একবার মরে বেঁচে উঠে দেখান দিকি। কথা দিচ্ছি, আরেকটা পোস্ট দিয়ে আমার ভুল স্বীকার করব।

*ছবিস্বত্ব: সংরক্ষিত (শিশিরের ছাপ এড়ানো গেল না!)

No comments: