Search

Thursday, May 21, 2009

শত কষ্টেও হাত ছাড়ব না তোমার

এ দৃশ্য এখন বিরল। ভাইসাবের ইস্তারি(!) সাহেবা গেছেন নাইয়রে। কী অমায়িক বিশ্রাম!



বিবাহ করার পূর্বে তিনি যে শখের বাড়িটা করেছেন, দরোজা দেখে তা সহজেই অনুমেয়!



বিবাহ করতে হবে, বাড়ি করতে হবে- কত বায়নাক্কা! এই বায়নাক্কা সামলাতে গিয়ে টাকা প্রয়োজন বেশুমার। তাই মানুষটা গাছগুলো গোড়াসুদ্ধ কেটে ফেলেছে। প্রকৃতির সন্তানরা প্রকৃতিকে ভুলে যায় অবলীলায়। কিন্তু প্রকৃতি-বৃক্ষপিতা, অপার তার পিতৃস্নেহ, ইচ্ছা হলেই কী চট করে সন্তানদের হাত ছেড়ে দেয়া যায়!

No comments: