দুঁদে চিত্রশিল্পী আঁরি মাতিস-এর তখন দুনিয়াজোড়া নাম। ১৯৬১ সালে নুঅর্কের মর্ডান আর্ট গ্যালারীতে এই শিল্পীর শিল্পকর্ম ‘লা বাতু’ (দ্য বোট)-এর প্রদর্শনী চলছিল।
কোন এক হাবামানব ছবিটা উল্টো করে টাঙিয়ে দিল। দেখা গেল একটা নৌকা ওল্টো করা, নৌকার ওপরে সাগর, নীচে আকাশ এবং মেঘ।
পৃথিবীর আনাচে-কানাচে থেকে তাবড় তাবড় সমালোচক এলেন। কেউ কাঁধ ঝাকালেন, কেউ- বা পা নাচালেন। ছবির বিভিন্ন দিক নিয়ে উচ্ছ্বসিত হলেন।
এ প্রদর্শনীতে আগত ১ লাখ ৬০ হাজার দর্শক ভাবলেন, বির্মূত চিত্রকলা তো যা খুশী তা হতেই পারে।
প্রদর্শনী শেষ হওয়ার দিন ফুরিয়ে আসছে। আঁরি মাতিসের ছেলে এলেন একদিন। অষ্টম আশ্চর্য গোছের বিস্ময় নিয়ে জানতে চাইলেন, বাবার ছবিটা উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে কেন!
প্রদর্শনী থেকে ঘুরে আসা শিল্পবোদ্ধাদের অনেকে বড়ো গলায় বিবৃতি দিলেন, তারা দুর্ভাগ্যক্রমে এখনও প্রদর্শনীতে যেতে পারেননি। আফসোস, গেলে এতো বড়ো ভুল কি চোখ এড়াতো!
*সদয় অবগতি: এটা আঁরি মাতিসের সেই ছবি না। :)
1 comment:
এটা আঁরি মাতিসের সেই ছবি না। :)
Post a Comment