২০০৬ সালেই সরকার বাহাদুরের অতি চৌকশ মানুষরা এই স্থাপনাগুলো সিমেন্ট দিয়ে লেপে দেয়ার ব্যবস্থা শুরু করেছিল। ভাগ্যিস, আমরা আগের অবস্থার কিছু ছবি উঠাতে পেরেছিলাম। এরা কী অসভ্য কান্ড করেছিলেন (পরিবর্তনের পর) এই ছবিটা দেখলে খানিকটা আঁচ করা যায়! এই একটা ছবিই এর প্রকৃষ্ট নমুনা!
এই মানুষগুলো ব্রেনগুলো আদৌ আছে কি না এই নিয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে। অথবা আছে, স্বস্থানে নাই! কোন এক বিচিত্র কারণে নিচের দিকে নেমে এসেছে। ঠিক কোথায়, এই দিকনির্দেশনা আমি দিতে চাচ্ছি না।
অপেক্ষায় আছি, জাদুঘরের পুরনো নিদর্শনগুলো লাল-নীল রঙে পরিবর্তন করা হবে। যার সামনে দাঁড়িয়ে পর্যটকেরা প্রাণ খুলে হাসবে। আমরা একটা ভাঁড় জাতি হিসাবে মাথা উঁচু (!) করে বিশ্ব-দরবারে পরিচিত হব।
No comments:
Post a Comment