the BOBs নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম ইতিপূর্বে। এই ভোটাভুটি পর্ব এখনো চালু আছে, এটা এ মাসের ১৪ তারিখ পযর্ন্ত চলবে। বর্তমানে এই পর্যন্ত দাঁড়িয়েছে।
লোকজনের এই যে আমার প্রতি অযাচিত মমতা- আমার পক্ষে কী সম্ভব প্রত্যেকের গা ছুঁয়ে বলি, এতো মায়া কোথায় রাখি!
আপনারা অতিরিক্ত মমতা দিয়ে আমার অভ্যাসটা খারাপ দিচ্ছেন, পরে বাড়তি মায়া পাওয়ার কাতরতা পেয়ে বসবে!
এই প্রতিযোগীতার রেশ ধরে 'গ্লোবাল ভয়েসেস' একটা সাক্ষাৎকার নেয়। এঁরা অবশ্য বলছেন সাক্ষাৎকার। আমি মনে করি, সাক্ষাৎকার একটা কঠিন জিনিস, কঠিন-কঠিন কথাবার্তা বলারই নিয়ম। সুরিয়লিজম, মেটামরফোসিস ইত্যাদি অতি উঁচুমার্গের বিষয় নিয়ে।
আমি নিশ্চিত ছিলাম, আমার লেখার মতই হালকা চালের এই সাক্ষাৎকার এঁরা ছাপাবেন না, স্থান হবে ময়লা ফেলার ঝুড়িতে । সম্ভবত এঁদের মনটা অসম্ভব নরোম বলেই সাক্ষাৎকারটা ছাপা হয়েছে, এখানে।
3 comments:
Interview te bolsen "blogerder Sohonsilotar boro ovab" apnar lekher kunu somalochona kora jaibo na?
আশা করছি, এই পোস্টটা পড়লে আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। ধন্যবাদ।
http://www.ali-mahmed.com/2010/04/blog-post_13.html
আপনের পুত্রও ব্লগিং করে!লিনক পেতে পারি?
-
সৌরভ ( facebook.com/sourav.ctg)
Post a Comment