ছবি ঋণ: আফতাব আহমদ |
অনেকে এর সূত্র ধরে কবির সৃষ্টিকে খাটো করার প্রয়াস পেতেন। সৃষ্টি-স্রষ্টাকে গুলিয়ে ফেলার অবকাশ নাই- সৃষ্টির জন্য স্রষ্টা ধোয়া তুলসি পাতা হয়ে যান না তেমনি স্রষ্টার জন্য সৃষ্টিও নর্দমায় ভেসে যায় না। তদুপরি এমনটা যদি হয়ে থাকত তাহলে না হয় এই নিয়ে তর্কাতর্কি চলতে থাকত কিন্তু মিথ্যাকে কেন বারবার সত্য বলা হবে?
দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর ধরে কবি নজরুলের প্রতি যে অন্যায় করা হয়েছে এই অন্যায়ের শোধ আমরা দেব কেমন করে? এতে কবি নজরুলের কিছুই যায় আসে না কিন্তু আমরা যারা বেঁচে আছি আমাদের উপর এই অন্যায়টা বর্তায়।
এই লেখাটা লেখার পূর্বে ব্লগস্ফিয়ারে আমি পাগলের মত চক্কর লাগিয়েছি অনেক সাইটে নজরুলকে নিয়ে কুতর্ক করতে দেখলাম। অসংখ্য মন্তব্য থেকে কেবল একটা মন্তব্য নিয়ে আলোচনা করি। তিনি লিখেছেন, 'নজরুল দেখি একটা বদমাইশ'। আমি এই নিকের পেছনের মানুষটাকে চিনি। ইনি বহু পূর্বেই পিএইচডি সমাপ্ত করেছেন। তার এই সব শিক্ষার ক-পয়সা দাম!
যাই হোক, এই প্রসঙ্গ থাক। আজ থেকে ১৪/ ১৫ বছর পূর্বে ডা. সামসুল আলমের সঙ্গে আমার কথা হয়েছিল। তখন তিনি আমাকে এই তথ্যটা জানিয়েছিলেন, নজরুল নিউরো-সিফিলিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিলেন। কেবল এটুকুই না, তিনি এটাও আমাকে জানিয়েছিলেন, নিউরো-সিফিলিস রোগের নির্দিষ্ট প্রসঙ্গে মেডিকেল কলেজে ছাত্রদেরকে এটা পড়ানো হয়, তখন যথারীতি নজরুলের প্রসঙ্গ চলে আসে।
একজন এমবিবিএস ডাক্তার যখন বলছেন, এটা তাদেরকে পড়ানো হয় এখানে আমি অবিশ্বাস করার কিছু দেখিনি! কিন্তু পড়ানো হয়...? এর মানে দাঁড়াচ্ছে, পূর্বেও পড়ানো হয়েছে, বর্তমানেও হচ্ছে, আগামীতেও হবে? যেমন আর্কিমিডিসের সূত্র নিয়ম করে পড়ানো হবেই, অনেকটা এমন?
আজ আমার মনে হচ্ছে, এই ডাক্তার হয় কদর্য-নোংরা মানুষের চামড়ায় একটা (অ)মানুষ! একে কেউ চাবুক মারতে চাইলে আমি অন্তত থামাবার চেষ্টা করে গুনাহগার হতে চাইব না!
আর তিনি সত্যবাদী হয়ে থাকলে তাঁর শিক্ষক নামের অধ্যাপক-স্যাররা ছিলেন নিরেট গবেট! [১] তখন এই ডাক্তারের কাছে মাপ চেয়ে চাইলে ওইসব গবেটদের কেউ চাবুক মারুক তাতে আমার কী!
নজরুল যে নিউরো সিফিলিসে ভুগছিলেন না, ভুগছিলেন Pick's disease-এ এটা আমি প্রথমে জানতে পারি ডা. গুলজার হোসেন-এর কাছ থেকে। তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি। তিনি আমাকে একটা ভ্রান্তির হাত থেকে রক্ষা করেছেন।
আমি পূর্বে কোন একটা লেখায় লিখেছিলাম, "কবি নজরুল যে অসুখে ভুগছিলেন তা জনসমক্ষে আলোচনা করাটা বিব্রতকর"। এটা লেখার জন্যে আমি কবির কাছে হাঁটু ভেঙ্গে মার্জনা প্রার্থনা করি।
কবি নজরুলের এই উপসর্গ নিয়ে 'newworldencyclopedia' সাইট [২] থেকে জানা যাচ্ছে:
"...তাঁকে ততদিনে সিফিলিস রোগাক্রান্ত, পাগল ইত্যাদি বিশেষণে ভূষিত করা হয়ে গেছে..." [৫]।
বেশ-বেশ, তারপর? এই বিশেষণ লিখেই দায়িত্ব শেষ! এদেরই কি জ্ঞানপাপি বলে?
আমি খানিকটা সময় চোখ বন্ধ করে এটা ভেবে শিউরে উঠি, কবির পরিবারের লোকজনরা এই অনর্থক অপবাদের বোঝা মাথায় নিয়ে বয়ে বেড়িয়েছেন, অনিচ্ছায়, দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর ধরে। মৃত একজন মানুষের প্রতি আমাদের এই অন্যায় নগ্ন করে দেয় আমাদেরকে। ঈশ্বর, নগ্ন আমি, এক টুকরো কাপড় খুঁজছি হন্যে হয়ে...!
আমরা খুবই আবেগপ্রবণ জাতি! হঠাৎ-হঠাৎ করে আমাদের আবেগ চাগিয়ে উঠে, বিশেষ-বিশেষ দিনে আমাদের চোখের জলে কপাল(!) ভিজে যায়! কবি নজরুলের জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকীতে আমাদের সো-কলড বুদ্ধিজীবী, মিডিয়া ভাইয়ারা মুখে ফেনা তুলে ফেলেন; ওদিকে নজরুলের স্মৃতিস্তম্ভে পাশে আমরা পাকা ডাস্টবিন বানাই, তাঁর স্মৃতিস্তম্ভ পেশাবের ফেনা দিয়ে ভরে যায় [৬], এতে আমাদের কোন লাজ নাই। কবি নজরুল, বেচারা, মরে বেঁচে গেলেন...!
...
এই লেখাটা লিখেছিলাম ২০১০ সালে। তখন রেফারেন্স এর কারণে bdnews24.com-এর প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছিল। ইতিমধ্যে কেটে গেছে ৬ বছর ব্লগস্ফিয়ারের ভান্ডারে জমা হয়েছে তথ্যের-পর-তথ্য! কালও দেখলাম bdnews24.com ছাপিয়েছে,’…১৯৪২ সালে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ক্রমশ বাকশক্তি হারান নজরুল…’ শ্রদ্ধা-ভালবাসায় নজরুল স্মরণ ২৫.০৫.২০১৬ ১৩:৪১:০৯ Bdst। (৭)
বাপু রে, দুরারোগ্য রোগে- চিকিৎসার অতীত রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন তা না-হয় বুঝলুম কিন্তু যেহেতু আমার মত সাধারণ পাঠকের মনে এই নিয়ে বিভ্রান্তি আছে কোন রোগে তিনি মৃত্যুবরণ করেছেন এটা জানাবার দায় কী আপনাদের নেই? কেবল এর-ওর ফোনালাপ ফাঁস করলেই তো হবে না, বাহে- পাঠকের দায়বদ্ধতার খানিকটা দায়ও তো কাঁধে নিতে হবে। বিগত ৬ বছরে নজরুলকে নিয়ে লেখার তথ্য-উপাত্ত কী এটুকুই যোগাড় হয়েছে যে দুরারোগ্য রোগে তিনি ভুগছিলেন…!
আপনারা নিজেদেরকে মিডিয়া না বলে 'মিডিয়াম' বলুন। মাধ্যম হিসাবে ব্যবহৃত হন, এর-ওর...!
সহায়ক সূত্র:
আমি পূর্বে কোন একটা লেখায় লিখেছিলাম, "কবি নজরুল যে অসুখে ভুগছিলেন তা জনসমক্ষে আলোচনা করাটা বিব্রতকর"। এটা লেখার জন্যে আমি কবির কাছে হাঁটু ভেঙ্গে মার্জনা প্রার্থনা করি।
কবি নজরুলের এই উপসর্গ নিয়ে 'newworldencyclopedia' সাইট [২] থেকে জানা যাচ্ছে:
"...In 1952, he was transferred to a mental hospital in Ranchi. With the efforts of a large group of admirers who called themselves the "Nazrul Treatment Society" as well as prominent supporters such as the Indian politician Syama Prasad Mookerjee, the poet travelled to London for treatment. Eminent physicians in London and later Vienna stated that he had received poor medical care. Dr. Hans Hoff, a leading neurosurgeon in Vienna, diagnosed Nazrul as suffering from Pick's Disease. His condition judged to be incurable, Nazrul returned to India in December 1953. ..."উইকি বলছে [৩]:
"...the treatment society sent Nazrul and Promila to London, then to Vienna for treatment. Examining doctors said he had received poor care, and Dr. Hans Hoff, a leading neurosurgeon in Vienna, diagnosed that Nazrul was suffering from Pick's disease. His condition judged to be incurable, Nazrul returned to Calcutta on 15 December 1953. ..."Pick's disease রোগটার নামটা এসেছে Arnold Pick-এর নাম থেকে। এই প্রসঙ্গে আমরা helpguide [৪] থেকে জানতে পারি:
"...According to Arnold Pick, who first described the disease in 1892, Pick's disease causes an irreversible decline in a person's functioning over a period of years. Although it is commonly confused with the much more prevalent Alzheimer's disease, Pick's disease is a rare disorder that causes the frontal and temporal lobes of the brain, which control speech and personality, to slowly atrophy. It is therefore classified as a frontotemporal dementia, or FTD. ..."কবিকে নিয়ে যখন কোন প্রতিবেদন লেখা হয় সেখানেও নিরন্তর অন্যায় করা হয়েছে। যেমন bdnews24.com- এ তাঁকে নিয়ে হা বিতং করে বিশাল লেখা আছে, সেই লেখায় কী নেই! সেখানে এটাও লেখা হয়েছে:
"...তাঁকে ততদিনে সিফিলিস রোগাক্রান্ত, পাগল ইত্যাদি বিশেষণে ভূষিত করা হয়ে গেছে..." [৫]।
বেশ-বেশ, তারপর? এই বিশেষণ লিখেই দায়িত্ব শেষ! এদেরই কি জ্ঞানপাপি বলে?
আমি খানিকটা সময় চোখ বন্ধ করে এটা ভেবে শিউরে উঠি, কবির পরিবারের লোকজনরা এই অনর্থক অপবাদের বোঝা মাথায় নিয়ে বয়ে বেড়িয়েছেন, অনিচ্ছায়, দিনের-পর-দিন, মাসের-পর-মাস, বছরের-পর-বছর ধরে। মৃত একজন মানুষের প্রতি আমাদের এই অন্যায় নগ্ন করে দেয় আমাদেরকে। ঈশ্বর, নগ্ন আমি, এক টুকরো কাপড় খুঁজছি হন্যে হয়ে...!
আমরা খুবই আবেগপ্রবণ জাতি! হঠাৎ-হঠাৎ করে আমাদের আবেগ চাগিয়ে উঠে, বিশেষ-বিশেষ দিনে আমাদের চোখের জলে কপাল(!) ভিজে যায়! কবি নজরুলের জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকীতে আমাদের সো-কলড বুদ্ধিজীবী, মিডিয়া ভাইয়ারা মুখে ফেনা তুলে ফেলেন; ওদিকে নজরুলের স্মৃতিস্তম্ভে পাশে আমরা পাকা ডাস্টবিন বানাই, তাঁর স্মৃতিস্তম্ভ পেশাবের ফেনা দিয়ে ভরে যায় [৬], এতে আমাদের কোন লাজ নাই। কবি নজরুল, বেচারা, মরে বেঁচে গেলেন...!
...
এই লেখাটা লিখেছিলাম ২০১০ সালে। তখন রেফারেন্স এর কারণে bdnews24.com-এর প্রসঙ্গটা উল্লেখ করা হয়েছিল। ইতিমধ্যে কেটে গেছে ৬ বছর ব্লগস্ফিয়ারের ভান্ডারে জমা হয়েছে তথ্যের-পর-তথ্য! কালও দেখলাম bdnews24.com ছাপিয়েছে,’…১৯৪২ সালে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ক্রমশ বাকশক্তি হারান নজরুল…’ শ্রদ্ধা-ভালবাসায় নজরুল স্মরণ ২৫.০৫.২০১৬ ১৩:৪১:০৯ Bdst। (৭)
বাপু রে, দুরারোগ্য রোগে- চিকিৎসার অতীত রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন তা না-হয় বুঝলুম কিন্তু যেহেতু আমার মত সাধারণ পাঠকের মনে এই নিয়ে বিভ্রান্তি আছে কোন রোগে তিনি মৃত্যুবরণ করেছেন এটা জানাবার দায় কী আপনাদের নেই? কেবল এর-ওর ফোনালাপ ফাঁস করলেই তো হবে না, বাহে- পাঠকের দায়বদ্ধতার খানিকটা দায়ও তো কাঁধে নিতে হবে। বিগত ৬ বছরে নজরুলকে নিয়ে লেখার তথ্য-উপাত্ত কী এটুকুই যোগাড় হয়েছে যে দুরারোগ্য রোগে তিনি ভুগছিলেন…!
আপনারা নিজেদেরকে মিডিয়া না বলে 'মিডিয়াম' বলুন। মাধ্যম হিসাবে ব্যবহৃত হন, এর-ওর...!
সহায়ক সূত্র:
১. 'পরফেসর' স্যাররা...: http://www.ali-mahmed.com/2008/07/blog-post_09.html
৫. bdnews24.com (২০১০): http://arts.bdnews24.com/?p=3029
৬. নজরুল, আপনি মরে বেঁচে গেলেন: http://www.ali-mahmed.com/2010/03/blog-post.html
৭. bdnews24.com (2016): http://bangla.bdnews24.com/bangladesh/article1157097.bdnews
18 comments:
শিক্ষিতদের মূর্খ বলার তীব্র ধিক্কার! শিক্ষিতদের মূর্খ ডাকাতে মূর্খরা অপমানিত হতেই পারে। কারন মূর্খরা অশিক্ষিত বলেই মূর্খ, তাই না?
শিক্ষিত মূর্খদেরকে আমরা জ্ঞানপাঁঠা অথবা জ্ঞানীগাধা বলে ডাকি।
:D @রাতমজুর
nazrul ke je oshikkhito borbor 'bodmaish' bolte pare,take r jai bola jak na keno vodrolok bola jayna!khub boro maper deshodrohi na hole amon kotha koshshinkaleo bola shomvob na!r tini jodi akjon Phd degreedhari keo hon tobe ami tar shomosto shikkha bishoyok ganner pap theke dure thakte chai!he ishshor, ai shoytaner dhoka theke jatike mukto rakhun!!!!
Neurosyphilis......! bangali gujob chhoranor bapare voyaboho rokom shrijonshil.
আমি নিজেও ভুলটাই জানতাম। :(
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
অসামান্য শুভ ভাই :)
'শিক্ষিত মূর্খ'শব্দটা আসলে অর্থহীন! কিন্তু আমি এই সব জ্ঞানপাপিদের জন্য সঠিক শব্দটা খুঁজে পাচ্ছিলাম না।
এদের 'শিক্ষিত মূর্খ' ব্যতীত আর কী বলা চলে- এই সব উচ্চ শিক্ষা কোন কাজের...! @Dukhu
"bangali gujob chhoranor bapare voyaboho rokom shrijonshil"
হা হা হা, ভাল বলেছেন। পাশাপাশি কৃতজ্ঞতাটাও জানিয়ে রাখলাম। @যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ
ডাক্তারদেরকে আমি দ্বিতীয় ঈশ্বর বলি। এটা নিয়ে কুতর্কে যাব না- প্রিয় মানুষ যখন মুমূর্ষু অবস্থায় আধ জবাই পশুর মত ছটফট করতে থাকে তখন এমনটা মনে না-হওয়ার কোন কারণ নাই।
সেই ডাক্তার নামের অপদার্থ যখন আমাদেরকে বিভ্রান্ত করে তখন তাকে চুতিয়া বললেও চুতিয়ার অপমান হয়। @মুকুল
আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য @নুরুজ্জামান মানিক
ধন্যবাদ। :D @বোহেমিয়ান
আমি এতদিন দেখি ভুলই জেনে আসছি। আমাদের বইগুলোতেও এই ভুলগুলোই লেখা হচ্ছে।
...আমাদের বইগুলোতেও এই ভুলগুলোই লেখা হচ্ছে...।
এ অন্যায়, ঘোর অন্যায়! এই সব জ্ঞানপাপীদের চাবকানো উচিত।
একটা অনুরোধ করি, সম্ভব হলে কোন বইয়ে লেখা হচ্ছে, এটার রেফারেন্স দিয়েন। এই পোস্টের সঙ্গে জুড়ে দেব। @রুবাইয়্যাত
Hey, I can't view your site properly within Opera, I actually hope you look into fixing this.
জ্বী অবশ্যই।
ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম এই সব ব্রাউজারে আমি কোন সমস্যা খুঁজে পাইনি। এবং অপেরা মিনিতেও।
ওপেরা সম্বন্ধে আমার জানা নেই বিধায় এই বিষয়ে কোন পরামর্শ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করি। @Anonymous
ধন্যবাদ, অপেক্ষায় রইলাম। @রুবাইয়্যাত
Post a Comment