ঋণ: youtube, ambassador10000 |
শুনতে পাই ইউটিউব থেকে এই ভিডিও সরিয়ে ফেলার জন্য শলা করা হচ্ছে। এমন অন্যায় মানি না।
যিনি সমস্ত জীবনে এমন বক্তৃতা না-শুনেছেন তিনি বড়ই অভাগা! এমন একটা বক্তৃতার পাশে আব্রাহাম লিঙ্কনের বক্তৃতা ফিকে হয়ে পড়ে। তাই এই জিনিস ব্যক্তিগত সংগ্রহে না-রেখে উপায় কী! কপিরাইট আইনের ফাঁদে পড়লেও করার কিছু নাই! এ আমাদের দেশের সম্পদ। আমাদের দেশের সম্পদ আমরা বুকে আগলে রাখব...।
*রাষ্ট্রদূত সাহেবের আরেকটা ভিডিও পাওয়া গেছে:
বাহ, লোকজনরা [২] দেখি এই নিয়ে গানও করেছেন :)
সহায়ক সূত্র:
১. কালের কন্ঠ: http://tinyurl.com/3vr62w8
২. রিমিক্স: http://alonetone.com/khujecitomai
5 comments:
দুষ্টু ছেলেরা একটা অডিও রিমিক্স করছে।
পোলাপাইন খুব বদ। মানী লোকের মান রাখে না ;)
আমি কনফিউজড বড় হইয়া এম্বাসাডর হমু নাকি যোগাযোগমন্ত্রী হমু!
লোকটা একটা মাস্টারপীস! সিভিতে নিশ্চয়ই লেখেনঃ বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি ও আরবিতে সুদক্ষ..
রিমিক্স ভাল হৈছে। পোস্টে যুক্ত করিয়া দিলাম :D ।
ঝামেলায় যাওয়ার প্রয়োজন কী- বড়ো না হলেই হয় :)।
হ্যাঁ, তিনি বাংলাও চমৎকার বলেন: "আফাধমস্থক"...@সায়ন
মানুষটাকে পছন্দ করেন না, বেশ; আপনার ক্ষোভ প্রকাশ করতেই পারেন কিন্তু অশালীন মন্তব্যে করা অসমীচীন। আপনাদের মন্তব্য মুছে দেয়ার জন্য দুঃখ প্রকাশ করি। @...এবং ...
Post a Comment