ঈদ ফিরে ফিরে আসে কিন্তু বালকবেলার ঈদ আর ফিরে আসে না। সেই হারিয়ে যাওয়া ঈদের কতশত তুচ্ছ-তুচ্ছ আনন্দ!
সেসময় "ঈদি" নামের একটি জিনিসের জন্য তীর্থের কাকের ন্যায় অপেক্ষায় থাকতাম। শেষ "ঈদি" কবে পেয়েছি ভুলেই গেছি। তখন ঈদিতে পাঁচ-দশ-বিশ টাকা পাওয়া মানে রাজ্য জয় করার সমান। সেই টাকায় নিয়ম করে স্টুডিওতে ছবি তোলা এবং হলে গিয়ে বাংলা সিনেমা দেখা। ঈদি দিতে মুরুব্বিরা ভুলে গেলেও আমরা ভুলতাম না। একবার তো তাঁরা ভুলে যাওয়ায় রুমাল বিছিয়ে দেয়া হয়েছিল।
এটা একটা ইঙ্গিত। এই ভঙ্গিটা আমরা শিখেছিলাম এক জামাই বাবাজির কাছ থেকে। তিনি জনে জনে সালাম করছিলেন এবং রুমাল বিছিয়ে দিচ্ছিলেন। সবাই ওই রুমালে টাকা-পয়সা দিচ্ছিলেন।
"হারিয়ে যাওয়া মানুষ" নিয়ে লিখেছিলাম [১]।
ভুল! মানুষ আবার হারিয়ে যায় কেমন করে? আমার লেখার শিরোনাম ভুল প্রমাণিত করে মানুষটার নিজ ভুবনে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে।
নিজ শেকড়ের কাছে ফিরে যেতে পেরে মানুষটা কেমন বোধ করছিলেন এটা আমি জানি না কারণ মানুষের মন নিয়ে কাজ করার কাজ আমার না তবে আমার অনুভূতিটা গুছিয়ে বলার চেষ্টা করতে পারি। যেন সেই বালকবেলার ঈদি পাওয়ার আনন্দটা ফিরে পাই...।
সহায়ক সূত্র:
১. হারিয়ে যাওয়া...: http://www.ali-mahmed.com/2011/08/blog-post_26.html
সেসময় "ঈদি" নামের একটি জিনিসের জন্য তীর্থের কাকের ন্যায় অপেক্ষায় থাকতাম। শেষ "ঈদি" কবে পেয়েছি ভুলেই গেছি। তখন ঈদিতে পাঁচ-দশ-বিশ টাকা পাওয়া মানে রাজ্য জয় করার সমান। সেই টাকায় নিয়ম করে স্টুডিওতে ছবি তোলা এবং হলে গিয়ে বাংলা সিনেমা দেখা। ঈদি দিতে মুরুব্বিরা ভুলে গেলেও আমরা ভুলতাম না। একবার তো তাঁরা ভুলে যাওয়ায় রুমাল বিছিয়ে দেয়া হয়েছিল।
এটা একটা ইঙ্গিত। এই ভঙ্গিটা আমরা শিখেছিলাম এক জামাই বাবাজির কাছ থেকে। তিনি জনে জনে সালাম করছিলেন এবং রুমাল বিছিয়ে দিচ্ছিলেন। সবাই ওই রুমালে টাকা-পয়সা দিচ্ছিলেন।
"হারিয়ে যাওয়া মানুষ" নিয়ে লিখেছিলাম [১]।
ভুল! মানুষ আবার হারিয়ে যায় কেমন করে? আমার লেখার শিরোনাম ভুল প্রমাণিত করে মানুষটার নিজ ভুবনে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে।
নিজ শেকড়ের কাছে ফিরে যেতে পেরে মানুষটা কেমন বোধ করছিলেন এটা আমি জানি না কারণ মানুষের মন নিয়ে কাজ করার কাজ আমার না তবে আমার অনুভূতিটা গুছিয়ে বলার চেষ্টা করতে পারি। যেন সেই বালকবেলার ঈদি পাওয়ার আনন্দটা ফিরে পাই...।
সহায়ক সূত্র:
১. হারিয়ে যাওয়া...: http://www.ali-mahmed.com/2011/08/blog-post_26.html
1 comment:
Yes, you have truly told
Post a Comment