লিটনের সেলুনের বিষয়ে ওই লেখাটায় লিখেছিলাম [১], আমরা সেলুন করার ঘোষণা পত্রিকায় দিয়ে দিয়েছি, পরে বিস্তারিত জানানো হবে।
এখন লিটনের
সেলুনের কাজ প্রায় শেষ। যেটা আমরা এবারের সংখ্যায় বিস্তারিত জানিয়ে দিয়েছি [২]।
আমি সেই
মানুষটার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি যিনি লিটনের না, আমার একটা স্বপ্ন পূরণ
করে দিয়েছেন। ও মানুষ, একদিন, কোনো একদিন, আপনার
সঙ্গে এককাপ চা খাব, বাহে। হোক না সেটা রাস্তার পাশের কোনো দোকান, তাতে কী আসে যায়...।
এই মানুষটা
আমাকে স্বপ্ন দেখার দুর্দান্ত লোভ বাড়িয়ে দিয়েছেন। আমি এখন স্বপ্ন দেখি, সুরুয
নামের সেই ছেলেটিকে নিয়ে যার দু-পা নেই [৩] । কেউ-না-কেউ এগিয়ে এসেছেন। যার কল্যাণে কৃত্রিম পা নিয়ে সুরুয
হাঁটছে। আহ, এই দৃশ্য না-দেখে মরে যওয়াটা কোনো কাজের কাজ হবে না।
No comments:
Post a Comment