Search

Wednesday, January 8, 2014

নির্মল আনন্দ!

এদিক-ওদিক হাঁটাহাঁটিঁর সময় এই দৃশ্য প্রায়শ আমার চোখে পড়ে। মাটিতে আঁক কষে খেলা চলছে, খেলা চলছে হরদম। খোলোয়াড়দের যে কী অখন্ড মনোযোগ তা কাছ থেকে না-দেখলে আঁচ করা মুশকিল। অনেকে আবার গোল হয়ে দাঁড়িয়ে গভীর আগ্রহ নিয়ে এঁদের খেলা দেখেন।

খেলাটার নাম আমি জানতাম না। জিজ্ঞেস করে উত্তর পাওয়াটা কঠিন হয়ে পড়ে কারণ এঁদের  উত্তর দেয়ার সময় কোথায়? বয়স্ক মানুষটা একবার কেবল মুখ খুললেন, ‘ষোল গুটি’। বলেই তিনি প্রতিপক্ষের গুটি কেটে ফেলতে ঝাপিয়ে পড়লেন। নিরক্ষর, অতি দরিদ্র এই সমস্ত মানুষদের পত্রিকা পড়া বা গান শোনার সুযোগ নেই। এঁদের কাছে খেলার এই সামান্য গুটি কাটাকাটিতে যে আনন্দ তা অন্যত্র কোথায়!

   

No comments: