আমার বাড়ির পাশেই থাকেন এরা। জাতে ধোপা। আজ এই পরিবারের মেয়ের বিয়ে।
হিন্দুদের বিয়েতে ঢোল-সানাই, আলোর খেলা অবধারিত। সবই আছে। বাড়তি যোগ হয়েছে
হালের সাইন্ড সিস্টেম। অনেক পদের রান্নাও হয়েছে। চারদিকে আনন্দ আর আনন্দ।
থেকে থেকে সানাইয়ের, সাউন্ড সিস্টেমের চড়া সুর ভেসে আসছে। সানাইয়ের সুর আমাকে মোটেও টানছে না কারণ আমি জানি এই আলোর পেছনে অন্ধকারের কথা। এদের মেয়ের এই বিয়ের আয়োজন করতে গিয়ে মেয়ের বাবা তাঁর ভাগের শেষ সম্বল আধা-শতক জায়গা বিক্রি করেছেন। ২ লক্ষ ২০ হাজার টাকা থেকে বিয়ের সমুদয় খরচ উঠে আসছে।
মৃত্যু যখন অবধারিত তখন হাল ছেড়ে দেয়ারই নিয়ম আর এমন আনন্দের তামাশা যখন নিশ্চিত তখন এই নিরুপায় তামাশার একজন দর্শক হওয়া ব্যতীত আমার আর কীই-বা করার আছে...!
থেকে থেকে সানাইয়ের, সাউন্ড সিস্টেমের চড়া সুর ভেসে আসছে। সানাইয়ের সুর আমাকে মোটেও টানছে না কারণ আমি জানি এই আলোর পেছনে অন্ধকারের কথা। এদের মেয়ের এই বিয়ের আয়োজন করতে গিয়ে মেয়ের বাবা তাঁর ভাগের শেষ সম্বল আধা-শতক জায়গা বিক্রি করেছেন। ২ লক্ষ ২০ হাজার টাকা থেকে বিয়ের সমুদয় খরচ উঠে আসছে।
মৃত্যু যখন অবধারিত তখন হাল ছেড়ে দেয়ারই নিয়ম আর এমন আনন্দের তামাশা যখন নিশ্চিত তখন এই নিরুপায় তামাশার একজন দর্শক হওয়া ব্যতীত আমার আর কীই-বা করার আছে...!
No comments:
Post a Comment