এই পোস্টারে ধর্মীয়
শিক্ষকদের নামগুলো দেখছি এমন:
১. কাদেরী
২. হেলালী
৩. কুতুবী
৪. কাসেমী
৫. আহমদী
৬. হোসেইনী
৭. নিজামী
৮. ফারুকী
৯. রব্বানী
একজনকে পেয়েছিলাম ওনার নাম
ছিল, ‘বুলবুলী’।
ঈ-কারের এই ছড়াছড়ির কারণটা বুঝতে আমার বেগ পেতে হচ্ছিল। একজন খতিব সাহেবকে জিজ্ঞেস
করলাম, নামের এই হাল কেন? ঈ-কার ব্যতীত সহীহ নাকি ঈ-কার সহ?
তিনি জানালেন, ঈ-কার
ব্যতীতটাই সঠিক কিন্তু ঈ-কার যুক্ত করা হচ্ছে যেমন পাকিস্তানের সঙ্গে ঈ-কার যুক্ত
করে পাকিস্তানী।
ভাল...!
No comments:
Post a Comment