Search

Sunday, November 23, 2014

দৈন্য...।

রেললাইনের সংস্কার হচ্ছে। ঠিকাদার সাহেব রেলমন্ত্রীকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন। স্টেশনের প্ল্যাটফর্ম জুড়ে সামিয়ানা টাঙ্গিয়ে মঞ্চ করে অসংখ্য চেয়ার সাজিয়ে বিশাল আয়োজন করা হয়েছে।

স্টেশনেই ঠিক বাইরেই কিন্তু সুবিশাল পার্কিং-লট যেটার অধিকাংশ অংশ খালিই পড়ে থাকে। এই মঞ্চটা সেখানে করলে কোনও সমস্যা ছিল না। এমন-না যে বর্ষাকাল যে বৃষ্টিতে সব ভিজে একশা হবে। তবুও ঘটা করে আয়োজনটা স্টেশনের ভেতরেই।

২৪ ঘন্টা চালু একটা স্টেশনে এমন আয়োজন, অতিরিক্ত বিপুল লোকের সমাগম- মাথায় মাথায় গিজগিজ, এটা যে কোনও প্রকারেই সমীচীন না এটা নিয়ে দ্বিতীয়বার ভাবার সময় কোথায় আমাদের! তাছাড়া যেখানে রেলমন্ত্রী উপস্থিত থাকেন সেখানে এই নিয়ে ভাবাভাবির সুযোগই-বা কোথায়? আর সঙ্গে যখন আইনমন্ত্রীও উপস্থিত থাকেন সেখানে এই বিষয়ে আইনের ন্যুনতম প্রশ্ন উত্থাপন করাটাও বাতুলতা মাত্র...।

No comments: