Search

Sunday, April 22, 2018

ক্ষমতার দবদবা !




প্রায়শ আমরা আইনশৃঙ্খলা বাহিনীর চালু দুইটা বক্তব্য শুনি।
একটা হচ্ছে: এই বিষয়ে জানা নেই। খোঁজ নিয়ে জানাব।
দ্বিতীয়টা হচ্ছে: এই বিষয়ে কেউ অভিযোগ করেনি।

কেউ অভিযোগ করেনি, বাহ,বেশ তো! এই বিষয়ে পূর্বের এক লেখায় লিখেছিলাম, ধরা যাক, কোনো-এক এতিম খুন হলো। যেহেতু তার স্বজন কেউ নেই তো অভিযোগ করারও কোনও প্রকারের হ্যাপা নেই, ব্যস। এতিম বেচারা মরে বেঁচে গেল আর আমরাও শব-বাচা বেঁচে গেলাম!

প্রথম সিসিটিভি ফুটেজে চালু বক্তব্যের প্রথমটা অচল কারণ আমরা দেখতে পাচ্ছি ঘটনাটা ঘটার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন।
আর  দ্বিতীয় ফুটেজের ভয়াবহতা নিয়ে বলার কিছু নেই কারণ সবটা দূরের কথা খন্ডিত অংশ দেখাই অসম্ভব।    

No comments: