Search

Monday, July 16, 2018

ধন্যবাদ, মতি ভাইয়া!

আজকের পত্রিকার প্রথম পাতায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল- আমাদের মেয়েদের বিজয়ের ছবি দেখে ভাল লাগছে। জাগো বাংলাদেশ!
অবশেষে, প্রথম পাতায় মেয়েরা জায়গা পেল এই জন্য আমি মতিউর রহমান বাচ্চু, আমাদের মতি ভাইয়াকে ধন্যবাদ জানাই।

গতকালকের পত্রিকায়ও
এদের ছবি দূরের কথা খবরটাই খুঁজে পাওয়াও দায় ছিল! পূর্বের মত আরেকটা কুইজ চালু করে দেব কিনা ভাবছিলাম [১]। আরে বাপ, ফি রোজ কুইজ চালু করলে এত পুরষ্কার পাব কোথায়!

যাক, বুক থেকে একটা ভারী পাথর নেমে গেল! আমি আরও ভয়ে-ভয়ে ছিলাম এই কারণে মেয়েরা মতিউর রহমান বাচ্চু, আমাদের মতি ভাইয়ের পাকা ধানে মই দিল কিনা! আসলে পাকা ধানে মই’ এটা একটা কথার কথা- আজ আর সেইসব ধানক্ষেতই কই আর খেলার মাঠই-বা কই!

কে জানে, হয়তো এই মেয়েদের ছোড়া ক্রিকেট বলে মতি ভাইয়ের অফিসের কাঁচ-টাচ ভেঙ্গে থাকতে পারে। ঘটনা যাই হোক, এই মেয়েদের পক্ষ থেকে আমাগো মতি ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করছি।

মতি, ভাইয়া, গুসসা থুক দো…।

সহায়ক সূত্র: 
১. ইয়ে অমলিনhttp://www.ali-mahmed.com/2018/07/blog-post_10.html

No comments: