১. "শপথ তাদের যারা ছোটে হাঁপাতে হাঁপাতে,"
(সুরা আদিয়াত) ১০০:১
২. "শপথ তিন (ডুমুর) ও জয়তুন (জলপাই)-এর!"
সুরা তিন ৯৫:১
৩. "আর শপথ সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের"
সুরা তিন ৯৫:২
এরশাদ-খালেদা জিয়ার সময় যেভাবে লেখা গেছে, ক্যারিকেচার, কার্টুন আঁকা গেছে আওয়ামী শাসনামলে সেটা ছিল স্রেফ একটা স্বপ্ন বা দুঃস্বপ্ন! একদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (!) শহিদুল আলমকে নগ্ন পায়ে হিড়হিড় করে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল সেটা আবার অনেক পরে জানা গেল। কোর্টে আবার 'মাই লর্ড' বিচারক পুলিশকে জিজ্ঞেস করছেন, পুলিশ আসামীর (শহিদুল আলমের) ফোনের পাসওয়ার্ড নিয়েছে কিনা, সেদিনই লেখালেখির কফিনে পেরেক ঠোকা হয়ে গেল...!
লেখক: Sumona Choudhury |
লেখক: | Sumon Rahman |
লেখক: | Sheikh Baten |
সূত্র: প্রথম আলো |