Search

Monday, August 5, 2019

সব সম্ভবের দেশ!

আমাদের মন্ত্রী মহোদয় বললেন, এডিস মশা এবং রোহিঙ্গারা নিয়ন্ত্রণহীন- বেদম বাচ্চা পয়দা করে। ভাগ্যিস, তিনি কোনও উন্নত দেশের বেতনভুক্ত কর্মচারী নন, দরিদ্র একটা দেশের...তাই বাচোঁয়া!


দেশের এহেন চরম বিপদে মন্ত্রী মহোদয় বৈদেশ ভ্রমণে যান, এটা সংবাদ কর্মী জিজ্ঞেস করায় তিনি যে ভঙ্গিতে আঙ্গুল নেড়ে শাসান তাও এই দরিদ্র দেশেই সম্ভব।


এমন একটা তামাশা দেখা কেবল এই দেশেই সম্ভব।


আমাদের আরেক বেয়াদপ বেতনভুক্ত কর্মচারী মহোদয়!




No comments: