Search

Saturday, January 18, 2020

কোবতে !

* সবিনয় নিবেদন: কবিরা যখন শব্দ নিয়ে লোফালুফি খেলেন তখন তা হয় কবিতা। কিন্তু আমার মত 'অ-কবিরা' চেষ্টা করলে আঙ্গুলের ফাঁক গলে শব্দ ক্রমশ গড়ায়। তখন ১২ , ১১, ১০, ১১, ৭, ১৭, ১১, ১৩, ৮ অক্ষরের ছন্দ মেলাতে গিয়ে কালঘামও শব্দের সঙ্গে গড়াগড়ি খায়...।
     
১২
"কাল বিকেলে নাকি আজ সকালে
ন্যানো ড্রাইভটা ফেলেছি হারিয়ে
যেটায়- রাখা ছিল ৭০০ কোটি 
মানুষের ডিএনএ প্রোফাইল।"

Sunday, January 12, 2020

দলবাজ এবং 'পাবলিকবাজ'!

সিভিল সার্জন