Search

Saturday, January 18, 2020

কোবতে !

* সবিনয় নিবেদন: কবিরা যখন শব্দ নিয়ে লোফালুফি খেলেন তখন তা হয় কবিতা। কিন্তু আমার মত 'অ-কবিরা' চেষ্টা করলে আঙ্গুলের ফাঁক গলে শব্দ ক্রমশ গড়ায়। তখন ১২ , ১১, ১০, ১১, ৭, ১৭, ১১, ১৩, ৮ অক্ষরের ছন্দ মেলাতে গিয়ে কালঘামও শব্দের সঙ্গে গড়াগড়ি খায়...।
     
১২
"কাল বিকেলে নাকি আজ সকালে
ন্যানো ড্রাইভটা ফেলেছি হারিয়ে
যেটায়- রাখা ছিল ৭০০ কোটি 
মানুষের ডিএনএ প্রোফাইল।"

 
১১.
"আমি উঠে এসেছি কাদামাটি
থেকে, শরীরে তাই এখনও
সরষে তেলের ঝাঁঝালো গন্ধ!"
 
১০.
"যে পাহাড়টা স্থির দাঁড়িয়ে
সে কিন্তু আমায় দেখে ভাবে,
কী অস্থির এই মানুষটা-
এক জীবনে এ অর্থহীন
ছোটাছুটির কী এক মানে!"

 
১১.
"তোমাদের ক্যারিয়ার নামের
দাসত্বের পিঠে উঠে দৌড়াতে
চাই না; আমি রেসের ঘোড়া না।" 
 
৭.
"মাঝ নদীতে আমি 
নৌকা দেই ডুবিয়ে।
কোথাও যাওয়ার 
তাড়া নেই আমার।"  
 
১৭
"বিরক্তিকর মুচমুচে রোদে ভাজা হতে হতে,
আকাশমেঘ গড়িয়ে লেপ্টে থাকে স্যান্ডেল, পিচে-
সেদ্ধ বৃষ্টি অনবরত সাঁতরায় ধমনিতে।"

  ১১.
"বাবার সেই চাদরটা, যেটা
বাড়তি উষ্ণতা দেয় আমায়।
সেই চাদরটাই গায়ে ছিল
যেদিন চটিটা দিলাম পায়ে।
ওই চটিটা, যেটা দমাদম
সুর-তান তোলে করপোরেট
ঘোঁৎ-ঘোঁৎ শুয়োরটার পিঠে।"
 
১৩.
"অদেখা স্বপ্নগুলো ধারণের জন্য
বড় ক্ষুদ্র এ গ্রহ, তবু কখনও
স্বপ্ন দেখা। জটিল ভাবনাগুলোকে
জায়গা দেয়ার জন্য বিলীন হচ্ছে
এ গ্রহ- ছায়াপথ থেকে মহাবিশ্ব!"
 
৮.
"লাইন খুঁজছেন তো?
দাঁড়ান, কাছে আমার-
যেখানে দাঁড়ানো আমি 
সেখান থেকেই শুরু।
গোটা লাইনে কেবল
এক মদ্যপায়ী, একা" 

No comments: