অনেক মন্ত্রী মহোদয়গণ হচ্ছেন ট্রাম্পের মত কখন কী বলে বসেন তা আগাম বলা মুশকিল! তাই আমাদের মত বেকুবরা এই সব নিয়ে হুজ্জতে যাই না। তবে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী আছেন তাঁদের কথা আলাদা। যেমন ধরুন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি করোনাভাইরাস নিয়ে বললেন, "...দুই মাসের প্রস্তুতির কারণেই তুলনামূলকভাবে এখনও ভাল অবস্থানে আছে বাংলাদেশ"।
আস্থার জায়গা। বড়ই 'আশাজাগানিয়া' কথা। সাহস আসে। বুকে বল আসে। কিন্তু আফসোস,
দেশ এখন ভাল অবস্থা থেকে যুদ্ধে জড়িয়ে পড়েছে নইলে কী আর প্রেস- ব্রিফিংয়ে এঁরা মুক্তোর মালার মত জড়াজড়ি করে থাকেন, পাগল! বেয়াড়া সাংবাদিক প্রশ্ন করলে সেটাই ওঠে এসেছে মন্ত্রীর বক্তব্যে, "এখন যুদ্ধ অবস্থায় আছি। সব সিস্টেম মেনে চলা যায় না"।
যুদ্ধের আরেকটা নমুনা:
আস্থার জায়গা। বড়ই 'আশাজাগানিয়া' কথা। সাহস আসে। বুকে বল আসে। কিন্তু আফসোস,
দেশ এখন ভাল অবস্থা থেকে যুদ্ধে জড়িয়ে পড়েছে নইলে কী আর প্রেস- ব্রিফিংয়ে এঁরা মুক্তোর মালার মত জড়াজড়ি করে থাকেন, পাগল! বেয়াড়া সাংবাদিক প্রশ্ন করলে সেটাই ওঠে এসেছে মন্ত্রীর বক্তব্যে, "এখন যুদ্ধ অবস্থায় আছি। সব সিস্টেম মেনে চলা যায় না"।
যুদ্ধের আরেকটা নমুনা:
কী ভয়াবহতা, কী নিষ্ঠুরতা!
আবার ধরুন, আমাদের তথ্যমন্ত্রী মহোদয় হাছান মাহমুদের কথা। যতটুকু জানি এই মানুষটা কেবল শিক্ষিতই নন বিশ্ববিদ্যলয়ে পড়ানও। করোনার সংক্রমণ নিয়ে তিনি বললেন, "...পুরো ইউরোপে ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশ সরকার তা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে"।
যেহেতু নিয়ন্ত্রণ নেয়া শ্যাষ তাই মাস্ক-ফাস্কের প্রয়োজনীয়তা কোথায়? এটা বিশ্বাস করলুম বলেই তাঁর বক্তব্যে অবিশ্বাস করার কোনও কারণ দেখি না।
No comments:
Post a Comment