আমরা যারা পোকাকে 'পুকা' বলি কেবল তারাই না হরহামেশা পত্রিকায়ও ছাপা হয় ইঞ্জিন। ইঞ্জিন লাগাও, ইঞ্জিন পড়ে গেছে, ইঞ্জিন উঠাও, নামাও...।
এটা আমার বাসায় সামনে দিয়েই যায়। কিন্তু সময়ের তারতম্য হওয়ার কারণে ব্যাটাকে ধরা যায় না। কিন্তু শেষ পর্যন্ত ধরা গেল। এই লোকোমোটিভ নামের বুড়াটার বয়স কত?
ক্লাস ২০০০ সিরিজের এই ডিজেল চালিত লোকো দৌড়াচ্ছে ১৯৫৩ সাল থেকে। আমাদের এখানে মোট ৪০টা আনা হয়েছিল, ২০০০ থেকে ২০৩৯।
ছবির লোকোটার নাম্বার হচ্ছে ২০২৩। ২০২৩টা হচ্ছে ১৯৫৪ সালের। ১৯৫৩ সাল থেকে ১৯৫৬ সালে তিন পর্বে জেনারেল মোটরস পাঠিয়ে ছিল।
বুড়াটা লম্বা-চওড়ায় মাশাল্লাহ। ৪৪ ফিট ৬ ইঞ্চি! ওজনও মন্দ না ৭১.২ টন! এই বুড়া দায়িত্ব পালন করেছে ৩ পর্বে। ১ম, ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। ২য়, ইস্টার্ন পাকিস্তান রেলওয়ে। ৩য়, বাংলাদেশ রেলওয়ে। এই তিন পর্বে বেদম দৌড়াদৌড়ি করেও এর ক্লান্তি নেই। এক সময় এটা 'উল্কা এক্সপ্রেসের' মত অভিজাত ট্রেন নিয়ে ছুটত। এখনও ১২২৫ হর্সপাওয়ারের এই বুড়া ঘোড়া ৭০-৭২টা কনটেইনার অবলীলায় টেনে নিয়ে যায়। পেটুেও একটা! এর পেটটাও কম না একবারে ৩০০০ লিটার ডিজেল!
বাংলাদেশে এখন মাত্র ৭টা চালু আছে।
বাংলাদেশে এখন মাত্র ৭টা চালু আছে।
No comments:
Post a Comment