লেখক: সানজিদা সেতু
"এরা এইচএসসি পরীক্ষার্থী। বড়জোর ১৮ বছর বয়স। গ্রুপ খুলে পরিকল্পনা করছে তাদেরই ব্যাচমেটকে ৪৬৫ জন মিলে ধর্ষণ করার! শতাব্দী রায় কি করেছে? মেয়েটা অটোপ্রোমোশানের মতো অযৌক্তিক একটা আদেশের বিরুদ্ধে রিট করেছে। সে পরীক্ষা দিতে চায়।
একটা মেয়ে পড়াশোনা করেছে সে পরীক্ষা দিতে চায়, যেখানে পরীক্ষা নেয়াটাই যৌক্তিক। অপরদিকে একই বয়সের ছেলেরা পরীক্ষা না হওয়াতে উল্লাস করছে, এরা গণধর্ষণের পরিকল্পনা করছে। এদের আলাপচারিতা পড়ুন, গা শিউরে উঠবে, আমরা এদের নিয়েই আগাচ্ছি? এরাই ভার্সিটি যাবে, ওখানে পলিটিক্যাল পাওয়ার হাতে নিবে এরপর কি কি করবে ভাবা যাচ্ছেনা।
No comments:
Post a Comment