আমি আমার সমস্ত জীবনে হাজার-হাজার বই পড়েছি যা অনেকের কাছে ঈর্ষনীয়। জ্ঞান অর্জন-টর্জন বুঝি না ক্ষিধা লাগলে যেমন খাবারের প্রয়োজন তেমনি অন্য-এক ক্ষিধার জন্য বই! কিন্তু এক বেদনা পাক খেয়ে উঠে এখনও এই গ্রহের লক্ষ-কোটি বই পড়া হয়নি অথচ মেঘে-মেঘে বেলা বয়ে যায়, মাঠে-মাঠে খেলা শেষ হয়ে যায়। সময় নাই রে, পাগলা- সময় নাই! কেবল এই একটা জায়গায় এসে মনে হয় কচ্ছপের মত দীর্ঘ বছর বাঁচলে মন্দ হত না।
যাই হোক, নবীরুল ইসলাম বুলবুল নামের হাজার বছরের শ্রেষ্ঠ কালজয়ী এই লেখকের অসংখ্য বইয়ের একটাও পড়া হয়নি। আফসোস, জীবনে কী পড়লাম! পড়া দূরের কথা নামই শুনিনি! এমন একজন কালজয়ী লেখকের বই না-পড়ে বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়!
লিংক:
১. ল্যাকক হওয়ার তরীকা, ১: https://www.ali-mahmed.com/2022/08/blog-post_9.html
২. ল্যাকক হওয়ার তরীকা, ২: https://www.ali-mahmed.com/2022/09/blog-post.html
No comments:
Post a Comment